নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ জঙ্গলমহলে বসবাস করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। নেই তেমন চাষবাস, বেশিরভাগ পরিবার দিন আনে দিন খায়। তাই জঙ্গলমহল এলাকার বেশিরভাগ পরিবারের শিশুরা তেমন ভাবে পাঠশালায় গিয়ে পড়াশোনা করতে পারে না। শালবনির বুড়িশোল গ্রামেটি জঙ্গল লাগোয়া লোধা অধুষ্যিত এলাকা। আর ওই এলাকার কমিউনিটি শেডে শুরু হল বিনামূল্যের "পাঠশালা"। দারিদ্র ও অতিমারীর নিষ্ঠুর দহনে স্কুল ছুট হয়ে যাওয়া , বিদ্যালয়ের মুখ না দেখা ও প্রায় 'বর্ণপরিচয়' ভুলতে বসা কচিকাঁচাদের পাঠদান করতে এই উদ্যোগ। শালবনি থানার দায়িত্ব প্রাপ্ত আধিকারিক মাননীয় গোপাল বিশ্বাসের মস্তিষ্কপ্রসূত এই পাঠশালার উদ্যোগ নিয়েছে শালবনি থানা। এই পাঠশালায় পাঠদান করবেন বুড়িশোল গ্রামের গৃহবধূ মাননীয়া অপরূপা পাল মহাশয়া। পাঠশালাটির সামগ্রিক দেখভাল করবেন এলাকার জনপ্রিয় শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী মাননীয় অভিজিৎ ঘোষ মহাশয়। অন্ধকারে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৌন মলিন মুখগুলোতে পরিপূর্ণতার হাসি ফুটিয়ে তোলা মূল লক্ষ্য এই পাঠশালার। জানা গিয়েছে, কিছুদিনের মধ্যে আরও দুটো বিনামূল্যের পাঠশালা চালু করার পরিকল্পনা চলছে।