নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুরঃ শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের অফিসে পুলিশের তল্লাশি। এসডিপিও তমলুক ও আইসি তমলুকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তল্লাশি চালায় শুভেন্দু অধিকারীর অফিসে। জানা গিয়েছে , শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট মেঘনাদ পালের স্ত্রীর নামে অভিযোগ রয়েছে তমলুক থানায়। সেই মর্মে প্রথমে মেঘনাদ পালের বাড়িতে তল্লাশি করতে যায় পুলিশ। পরে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের নন্দনায়েক বাড়ের কার্যালয়ে তল্লাশি করতে যায় পুলিশ। বিরোধি দলনেতার অভিযোগ সেখানে অফিস স্টাফদের হেনস্থা করে পুলিশ। শুভেন্দু অধিকারী রাজ্যপালকে আভিযোগ জানিয়েছেন।