বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়াঃ এবার বাঁকুড়ায় শক্তি প্রদর্শন করলো আপ। পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি জঙ্গলমহলের সিমলাপালে আপের প্রচার সারলেন দলীয় কর্মীরা। বাঁকুড়া জেলা তৃণমূলের প্রাক্তন সহ-সভাপতি রামানুজ সিংহ মহাপাত্র বলেন, "এটা আসাম বা ত্রিপুরা নয় যে এখানে কোনও রাজনৈতিক দল তাদের কর্মসূচি করতে পারবে না। আপ তাদের কর্মসূচী করুক তৃণমূল বাধা দেবে না। তবে সিমলাপালে আপ যতই কর্মসূচী করুক না কেনও, এতে তৃণমূল দলের কোনও প্রভাব পড়বে না"। শুনুন তিনি কি বললেন-