বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়াঃ বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়াঃ এবার বাঁকুড়ায় শক্তি প্রদর্শন করলো আপ। পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি জঙ্গলমহলের সিমলাপালে আপের প্রচার সারলেন দলীয় কর্মীরা। এই বিষয়ে সিমলাপাল ব্লকের আপ দলের প্রচারের দায়িত্বে থাকা তুষার নায়ক নামে এক কর্মী বলেন, "সারা দেশজুড়ে অরবিন্দ কেজরিওয়াল জী যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলন আমরা সিমলাপালেও সংগঠিত করব"। তিনি জানান, দিল্লি ও পাঞ্জাবে যেভাবে দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন চলছে, সেই স্বচ্ছ প্রশাসন পশ্চিমবঙ্গতেও আনার তাগিদে আপের এই কর্মসূচি।