বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়াঃ এবার বাঁকুড়ায় শক্তি প্রদর্শন করলো আপ। পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি জঙ্গলমহলের সিমলাপালে আপের প্রচার সারলেন দলীয় কর্মীরা। রবিবার সিমলাপাল ব্লকের বাজার এলাকা সহ বিভিন্ন জনবহুল এলাকায় আম আমদি পার্টির সদস্যরা দেওয়ালে দেওয়ালে পোষ্টার লাগানো সহ লিফলেট বিলি করলেন। পাশাপাশি সাধারন মানুষদের উদ্দেশ্যে আপ দলের সঙ্গে যুক্ত হয়ে বাংলায় দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ার ডাক দেওয়া হয়।