অ্যাম্বুলেন্স চালকের ব্যবহারে উঠছে প্রশ্ন, মানবিকতা আজ কোথায়?

author-image
Harmeet
New Update
অ্যাম্বুলেন্স চালকের ব্যবহারে উঠছে প্রশ্ন, মানবিকতা আজ কোথায়?

নিজস্ব সংবাদদাতা : চূড়ান্ত অমানবিকতার সাক্ষী থাকলো ভুবনেশ্বর। পুরো টাকা না পাওয়ায় লাশ ফেলে পালালো অ্যাম্বুলেন্স চালক। কটক ও চান্দিখোল শহরের মধ্যবর্তী ছাতিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

ঢেঙ্কনাল জেলার ভুবন এলাকার হেমন্ত মিশ্রের স্ত্রী ছবি মিশ্র (৪০) অসুস্থ বোধ করায় ১৩ মে জাজপুর জেলার বদচানা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছিল তাকে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। শনিবার তার মৃত্যু হয়েছে। স্ত্রীর দেহ গ্রামে নিয়ে যাওয়ার জন্য পেশায় মজুরি
শ্রমিক হেমন্ত একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। অ্যাম্বুলেন্স চালক ৫০০০ টাকা দাবি করেন। মাঝ রাস্তায় হেমন্তের থেকে টাকা চাইলে ৩০০০ টাকা দেোয়া হয় অ্যাম্বুলেন্স চালককে। হেমন্ত তাকে বলে যে বাকি টাকাটা দিতে তিনি অপারগ। বারবার অ্যাম্বুলেন্স চালকের কাছে তার দুঃখের সময়ে কিছুটা মানবতা দেখিয়ে তাকে সাহায্য করার জন্য অনুরোধ করেছিলেন সদ্য স্ত্রী হারা স্বামী। কিন্তু তার কোনো কথায় কর্ণপাত না করে, জাতীয় সড়কে দেহটি ফেলে রেখে যায় অ্যাম্বুলেন্স চালক।