নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ বন্যার কবলে অসম। গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ। এছাড়া মিলেছে মৃত্যুর খবরও। এদিকে একাধিক জায়গায় আটকে পড়া মানুষকে উদ্ধার করতে ময়দানে নেমেছে ভারতীয় বায়ুসেনা। খবর মিলেছিল যে বন্যার কারণে ডিমা হাসাও জেলার ডিটকচেরা রেলওয়ে স্টেশনে ট্রেনে একাধিক মানুষ আটকে গিয়েছিলেন। বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছে, অসামরিক প্রশাসনের অনুরোধে ডিমা হাসাও জেলার ডিটকচেরা রেলওয়ে স্টেশনে ট্রেনে আটকে পড়া নাগরিকদের এয়ারলিফট করে সরিয়ে নিয়ে যায় ভারতীয় বিমান বাহিনী।