নিজস্ব সংবাদদাতা : কাশ্মীরে কাশ্মীরি পন্ডিতের হত্যার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। প্রধানমন্ত্রীর নীরবতার বিরুদ্ধে সুর চড়িয়ে কংগ্রেস নেতা বলেন, "কাশ্মীরিদের গণহত্যা নিয়ে কথা বলার চেয়ে চলচ্চিত্র সম্পর্কে কথা বলা প্রধানমন্ত্রীর কাছে বেশি গুরুত্বপূর্ণ।'' দ্য কাশ্মীর ফাইলস মুক্তির পর থেকেই তা আলোড়ন ফেলেছে রাজনৈতিক মহলেও। সেই নিয়েই মূলত খোঁচা দিয়েছেন রাহুল। প্রাক্তন কংগ্রেস প্রধান অভিযোগ করেছেন যে বিজেপির নীতির কারণে আজ কাশ্মীরে সন্ত্রাস চরমে উঠেছে। তার কথায়, "প্রধানমন্ত্রী, নিরাপত্তার দায়িত্ব নিন এবং শান্তি আনতে চেষ্টা করুন।"