নিজস্ব সংবাদদাতাঃ আইএসএলের (ISL) চ্যাম্পিয়ন দল মুম্বই সিটি এফসির (Mumbai City FC) ফুটবলার হুগো বৌমৌসের (Hugo Boumous) সঙ্গে চুক্তি করল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ইন্ডিয়ান সুপার লিগের সেরা অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বৌমৌসকে সই করিয়ে দলবদলের অন্যতম চমক দিল বাগান শিবির। পরের মরসুমের জন্য শক্তিশালী দল গড়ছে এটিকে মোহনবাগান। ইতিমধ্যেই হাবাসের দল সই করিয়েছেন ফিনল্যান্ডের হয়ে এবছরের ইউরোতে খেলা জনি কাউকোকে। এবার তাঁর পাশাপাশি দলে যুক্ত হল আর এক তাঁরা হুগো। ফরাসি তারকা হুগোর সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে সবুজ-মেরুন শিবির।