রানীগঞ্জ, নিজস্ব প্রতিনিধিঃ রানীগঞ্জ-বল্লভপুর পেপার মিলে অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে সোচ্চার হল সিআইটিইউ। শনিবার দুপুরে রানীগঞ্জ-বল্লভপুর কারখানার পেপার মিল গেটের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ সভা করে সিআইটিইউ। সিআইটিইউ এর পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের মূল দাবি ছিল, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করা ও যে সমস্ত শ্রমিকদের ইএসআইপিএফ নেই তাদের ইএসআইপিএফ এর আওতায় নিয়ে আসা। এই ডেপুটেশন এর মধ্যে শ্রমিকরা আরও দাবি করে, স্থানীয় বেকারদের চাকরি চাকরির সুযোগ দিতে হবে এবং সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। সিআইটিইউ এর তরফে অভিযোগ, বাইরে থেকে মোটা অঙ্কের বেতন দিয়ে শ্রমিক আনা হচ্ছে। তবে স্থানীয়দের চাকরি দেওয়া হচ্ছে না। শ্রমিক নেতা হেমন্ত প্রভাকর ও সন্তোষ বাউরি এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও বিক্ষোভে উপস্থিত ছিলেন কৃষক নেতা মলয় মন্ডল।