নিজস্ব প্রতিনিধি, ডেবরাঃ পানীয় জলের সঙ্কটে ভুগছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহান অঞ্চলের ছাতনাতলা এলাকার ৭ টি পরিবার। পরিবারগুলির অভিযোগ গত ২ বছর ধরে সজল ধারা হবে বলে পঞ্চায়েতের তরফে দাবি করা হলেও এখনও তা শুরু হয়নি। ২ টি টিউবওয়েল ছিল। সেগুলিও এখন বিকল হয়ে রয়েছে বলে জানান তারা। বাধ্য হয়ে পুকুরের জল বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে বলে জানান তারা। পুকুরের জল ব্যবহারের ফলে বাচ্চাদের বিভিন্ন রোগ হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। কবে এই জল সংকট কাটবে সেই দিকেই তাকিয়ে রয়েছে এই পরিবার গুলি।