যৌনজীবনে ইউরোটোফোবিয়া ও ফিলেমাফোবিয়ার মানে কি জানেন?

author-image
Harmeet
New Update
যৌনজীবনে ইউরোটোফোবিয়া ও ফিলেমাফোবিয়ার মানে কি জানেন?

নিজস্ব প্রতিনিধি -পুরুষ হোক বা মহিলা, সবারই এই সমস্যা হতে পারে।যোনিদেশের প্রতি একটা আতঙ্ককেই বলা হয় ইউরোটোফোবিয়া।মহিলাদের শারীরিক মিলনে অনীহা ,আর যে সব পুরুষ ইউরোটোফোবিয়ায় ভোগেন তাঁদের সমস্যা হয় যোনি সম্পর্কে ভাবলেই, ফলস্বরূপ এঁদের মধ্যে সেক্স নিয়ে কোনওরকম আগ্রহ থাকে না।আপনার সঙ্গীকে যদি আপনি চুমু খেতে যান,তাহলে কি তিনি একটু অস্বস্ত্বিতে পড়ে? আপনি হয়ত ভাবছেন যে তিনি অন্য কারও প্রতি আকৃষ্ট বা আপনাকে আর তাঁর ভাল লাগছে না,আসল ব্যাপার অন্য। হয়ত আপনার সঙ্গী ফিলেমাফোবিয়ার শিকার।