সেক্সে মেডোমলাকাফোবিয়া ও অ্যাগ্রোফোবিয়া কি?

author-image
Harmeet
New Update
সেক্সে মেডোমলাকাফোবিয়া ও অ্যাগ্রোফোবিয়া কি?

নিজস্ব প্রতিনিধি -সেক্স সংক্রান্ত এই ফোবিটি বেশিরভাগ সময়েই পুরুষদের মধ্যে দেখা যায়।সেক্সুয়াল পারফরম্যান্স অ্যাংজাইটি বা শারীরিক মিলনের সময়ে সঙ্গীকে সম্পূর্ণ পরিতৃপ্তি দিতে পারবেন কি না এই বিষয়ে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে তাকেই মেডোমলাকাফোবিয়া বলে হয়।যাদের অতীতে কোন খারাপ অভিজ্ঞতা রয়েছে তাঁদের মধ্যে অ্যাগ্রোফোবিয়া দেখা যায়। শৈশবে কোন রকম যৌন হেনস্থা, যৌন অত্যাচার অথবা শারীরিক মিলনে বাধ্য হওয়ার তিক্ত অভিজ্ঞতা থাকলে এই সমস্যা দেখা যায়।