ইরোটোফোবিয়া ও জিম্নোফোবিয়া কি?

author-image
Harmeet
New Update
ইরোটোফোবিয়া ও জিম্নোফোবিয়া কি?

নিজস্ব প্রতিনিধি -অনেকেই আছেন যারা শারীরিক মিলনের আগে আতঙ্কিত হয়ে পড়েন আবার অনেকে এমনও আছেন যারা সেক্স নিয়ে কোনও কথা বলতে অস্বস্ত্বিবোধ করেন এই ফোবিয়াটিকে বলা হয় ইরোটোফোবিয়া।এই ধরনের ব্যক্তিরা বেশ ইন্ট্রোভাট হয়ে থাকে।সঙ্গীর সামনে বিবস্ত্র হওয়া অথবা সঙ্গীকে বিবস্ত্র দেখা – শারীরিক মিলনের সময়ে এই পর্যায়ের ফোবিয়াকে বলা হয় জিম্নোফোবিয়া। আসলে নিজের শরীর নিয়ে যখন কেউ হীনমন্যতায় ভোগেন, তখন এই সমস্যাটি দেখা যায়।