নিজস্ব সংবাদদাতা, লাউদোহাঃ শুক্রবার দুপুরে চুরির ঘটনা ঘটল লাউদোহার বালিজুরি গ্রামের ডাঙ্গাল পাড়ায়। ঘটনার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্ডাল, পাণ্ডবেশ্বরের পর এবার লাউদোহায় ঘটল চুরির ঘটনা। শুক্রবার দুপুরে ডাঙ্গাল পাড়ার বাসিন্দা নীলাচল মুখার্জির বাড়িতে চুরির ঘটনাটি ঘটে । সূত্র মারফত জানা যায় এদিন নীলাচল বাবু সপরিবারে গ্রামেরই অন্য এক পরিচিতর বাড়িতে গিয়েছিলেন ভোজের আমন্ত্রণে। দুপুর ২ টা ৩০ মিনিট নাগাদ দেখেন বাড়ির দরজার তালা ভাঙ্গা। বাড়ির ভেতরে আলমারি সহ সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড। দশ ভরি সোনার গহনা, নগদ পাঁচ হাজার টাকা ও একটি ট্যাব চুরি গেছে বলে দাবি করেন গৃহবধূ রিম্পা মুখার্জি। দুষ্কৃতীরা পাঁচিল টপকে ভেতরে ঢুকে, পরে বাড়ির সদর দরজার তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে বলে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, গত বুধবার অন্ডাল গ্রামের দীর্ঘনালা ও বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামে চুরি ও ডাকাতির ঘটনা ঘটে। খনি এলাকায় ধারাবাহিকভাবে চুরি ও ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।