মালদা বিস্ফোরণকাণ্ডে রাজ্যের এডিজি ও মুখ্যসচিবকে তলব জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের

author-image
Harmeet
New Update
মালদা বিস্ফোরণকাণ্ডে রাজ্যের এডিজি ও মুখ্যসচিবকে তলব জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের

নিজস্ব সংবাদদাতাঃ মালদার বিস্ফোরণ নিয়ে এবার রাজ্যের এডিজি ও মুখ্যসচিবকে দিল্লিতে তলব করল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। উল্লেখ্য, মালদার ওই বিস্ফোরণে পাঁচজন শিশু আহত হয়েছিল। কমিশনের পাঠানো চিঠিতে বিধায়কের অভিযোগের ভিত্তিতে এও উল্লেখ করা হয়েছে যে ওই এলাকায় এমন ঘটনা আগেও হয়েছে, কিন্তু দোষীদের উপযুক্ত শাস্তি হয়নি। এই ধরনের ঘটনাগুলোকে সিলিন্ডার বিস্ফোরণ বলে চাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও চিঠিতে উল্লেখ করেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। এই নিয়ে কমিশনের থেকে চিঠি পাঠানো হলেও তার কোনও জবাব কমিশনের অফিসে যায়নি। এই পরিস্থিতিতে আগামী ২০ মে দুপুর সাড়ে তিনটের সময় কমিশনে সশরীরে হাজির হয়ে এই সংক্রান্ত তথ্য ব্যাখ্যা দিতে বলা হয়েছে এডিজি কে জয়রমনকে। এর পাশাপাশি বিস্ফোরণে জখম শিশুদের তাৎক্ষণিক চিকিৎসা পরিষেবা কেন দেওয়া হয়নি, তার ব্যাখ্যা দেওয়ার জন্য রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীকে একই দিনে দুপুর তিনটের সময় তলব করা হয়েছে।