রানীগঞ্জ, নিজস্ব প্রতিনিধিঃ রানীগঞ্জের চাষবাস প্রধান নুপুর এলাকায় চাষীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে রানীগঞ্জ সমষ্টি উন্নয়ন দফতর। চাষীদের বিভিন্ন অভিযোগ ও অভাবের কথা শুনে ও প্রতি বছর লক্ষ লক্ষ টাকার ফসল নষ্টের বিষয়টি নজর রেখে ৬ কিলোমিটার সেচ নালা সংস্কারের উদ্যোগ নিয়েছে পশ্চিম বর্ধমানের ইরিগেশন ডিপার্টমেন্ট। সেই বিষয়েকে নজর দেওয়ার লক্ষ্যে ও কাজের গতি প্রকৃতি কিরকম ভাবে এগোচ্ছে সে বিষয়গুলো খতিয়ে দেখতে শুক্রবার রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের নুপুর গ্রাম এলাকা পরিদর্শনে এলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যরা। শুনুন এই বিষয়ে কি বললেন সমষ্টি উন্নয়ন আধিকারিক-