নিজস্ব সংবাদদাতাঃ নির্দিষ্ট সময়ের আগেই কেরালায় প্রবেশ করতে পারে বর্ষা। আজ এই সুখবর শোনাল দিল্লির মৌসম ভবন। বহুল প্রতীক্ষিত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ২৭ মে কেরালায় প্রবেশ করতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। সাধারণত ১ জুন কেরালায় প্রবেশ করে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কেরালায় প্রবেশ মানেই দেশে বর্ষার আগমন। এই দেশের কৃষিনির্ভর অর্থনীতি সম্পূর্ণ নির্ভরশীল বর্ষার উপরেই। জুনের প্রথম সপ্তাহে কেরালার দক্ষিণ প্রান্তে প্রবেশ করে এই বায়ু এবং সেপ্টেম্বরে রাজস্থান হয়ে ফিরে যায়। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বর্ষাকালে দেশে ৭৫ শতাংশ বৃষ্টিপাত হয়। বর্ষার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা হয়। কারণ এটি ভারতের কৃষি ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে এবং তাই বর্ষাকালকে ভারতের প্রকৃত অর্থমন্ত্রী বলা হয়। শুক্রবার আবহাওয়া দফতর জানিয়েছে, "এই বছর কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সূচনা স্বাভাবিক তারিখের চেয়ে আগে হতে পারে। কেরালায় বর্ষা শুরু হতে পারে ২৭ মে, চারদিনের কম-বেশি হতে পারে।"