নিজস্ব সংবাদদাতা : অপারেশন নানহে ফারিস্তের অধীনে আরপিএফ ৪ মাসের মধ্য রেলওয়ে স্টেশন থেকে ৫০৪ জন শিশুকে উদ্ধার করেছে। সরকারি রেলওয়ে পুলিশ এবং অন্যান্য ফ্রন্টলাইন রেলওয়ে কর্মীদের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত শিশুদের মধ্যে ৩৩০ জন ছেলে ও ১৭৪ জন মেয়ে রয়েছে। আরপিএফের মতে, যে শিশুরা তাদের বাবা-মাকে না জানিয়ে স্টেশনে এসেছিল তাদের উদ্ধার করেছে প্রশিক্ষিত কর্মীরা। পারিবারিক সমস্যার কারণে বা ভালো জীবনের খোঁজে শিশুরা তাদের পরিবার ছেড়ে রেল স্টেশনে চলে আসে। আরপিএফ গত বছর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ৬০৩টি ছেলে ও ৩৬৮টি মেয়েকে উদ্ধার করেছে।