নিজস্ব সংবাদদাতাঃ হু হু করে বাড়ছে তাপমাত্রা। এবার রাজস্থানে জারি হল হাই অ্যালার্ট। রাজ্যের তাপমাত্রা ছুঁল ৪৮ ডিগ্রিতে। পশ্চিম রাজস্থানে আজ ও আগামীকালের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে, যার অর্থ দেশের উষ্ণতম অংশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকবে। পুরো বারমেরে পারদ ৪৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে, শ্রী গঙ্গানগর এখনও পর্যন্ত ৪৭.৩-এ, বিকানের ৪৭.২, চুরুতে প্রায় ৪৭ ডিগ্রি, আজমেঢ়ে ৪৫ ডিগ্রি এবং উদয়পুর ৪৪ ডিগ্রিতে রয়েছে। পশ্চিমা রাজ্যেও ১৭ মে পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। পশ্চিম, মধ্য ও উত্তর ভারতের বেশিরভাগ অংশেই তাপমাত্রা বাড়ছে। এদিকে পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের কিছু অংশেও এই সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।