১ মাস স্কুলে ঢুকতে পারবেন না প্রধান শিক্ষক, ফের নজিরবিহীন রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

author-image
Harmeet
New Update
১ মাস স্কুলে ঢুকতে পারবেন না প্রধান শিক্ষক, ফের নজিরবিহীন রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

নিজস্ব সংবাদদাতাঃ নজিরবিহীন রায় ও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন সমার্থক হতে চলেছে। শুক্রবারও তিনি একটি নজিরবিহীন রায় দিয়েছেন। এক শিক্ষকের বেতন আটকে রাখার অপরাধে এক প্রধান শিক্ষককে অভিনব শাস্তি দিয়েছেন তিনি। বিচারপতি নির্দেশ দিয়েছেন, এক মাস ওই প্রধান শিক্ষক স্কুলে ঢুকতে পারবেন না। এখানেই শেষ নয়, প্রধান শিক্ষক যাতে কোনওভাবে স্কুলে ঢুকতে না পারেন, তার জন্য স্থানীয় থানাকে ২ জন সশস্ত্র কর্মী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। উপরে উল্লিখিত প্রধান শিক্ষকের নাম শেখ সফি আলম। তিনি উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার গোলাপবাড়ি পল্লিমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একই বিদ্যালয়ের শিক্ষক রাজু জানা কলকাতা হাইকোর্টে প্রধান শিক্ষক সফি আলমের বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করেন। রাজু অভিযোগ করেন, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ২ বছর তাঁর বেতন আটকে রেখেছেন প্রধান শিক্ষক। মামলাটি দীর্ঘ সময় ধরে চলে এবং শুক্রবার চূড়ান্ত শুনানি ছিল। প্রধান শিক্ষক ১০ জুন পর্যন্ত স্কুলে ঢুকতে পারবেন না বলে জানিয়ে দেন বিচারপতি।