কখন নেওয়া যাবে প্রিকশান ডোজ? জানালো কেন্দ্র

author-image
Harmeet
New Update
কখন নেওয়া যাবে প্রিকশান ডোজ? জানালো কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা : করোনার বাড়বাড়ন্ত দেখে শিক্ষা এবং ব্যবসার উদ্দেশ্যে বিদেশে ভ্রমণকারীদের গন্তব্য দেশের প্রয়োজন অনুসারে প্রিকশান ডোজ গ্রহণের কথা জানিয়েছিল কেন্দ্র। এবার জানা গেল, কখন নেওয়া যাবে সেই ডোজ। দ্বিতীয় ডোজের তিন মাস পরে যেকোনো সময়ে এই প্রিকশান ডোজ নেওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্র। কেন্দ্র বিদেশ ভ্রমণকারী নাগরিকদের নির্ধারিত নয় মাসের অপেক্ষার সময়সীমার আগে ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেওয়ার অনুমতি দেওয়ার একদিন পরে এই সিদ্ধান্তের কথা জানা গেল। বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে, উপযুক্ত কর্তৃপক্ষ এই বিদেশী ভ্রমণকারীদের জন্য গন্তব্য দেশের প্রয়োজনীয় সতর্কতা ডোজ প্রাথমিক প্রশাসন অনুমোদন করেছে। তবে এটি দ্বিতীয় ডোজ এবং সতর্কতা ডোজ এর মধ্যে ন্যূনতম ৯০ দিনের সময় সাপেক্ষে।