নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রীর ছেলের আচরণের তীব্র নিন্দা তৃণমূলের। ভিডিও পোস্ট করে টুইটারে বিজেপি ও বিপ্লব দেবকে একহাত নিল ঘাসফুল শিবির। নিশানায় ত্রিপুরা পুলিশও। সম্প্রতি ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মনের ছেলে প্রতীক কিশোর দেব বর্মনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় সংসদ সদস্যদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছিল। প্রতীক কিশোর দেব বর্মন কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং এবং আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং-সহ হোটেল কর্তৃপক্ষকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁদের গালিগালাজও করে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। শুক্রবার সেই ঘটনার একটি ভিডিও টুইট করে তৃণমূল। সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, “ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি মদ্যপ অবস্থায় ঝগড়া করেছিলেন। মাননীয় সংসদ সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। এবং ত্রিপুরা পুলিশ কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটি দেখেছিল। বিপ্লব দেবের গুন্ডারাজ প্রকাশিত।”