টুইটারে ভুয়ো অ্যাকাউন্ট কত, যাচাই না হওয়া পর্যন্ত স্থগিত ডিল, জানালেন ইলন মাস্ক

author-image
Harmeet
New Update
টুইটারে ভুয়ো অ্যাকাউন্ট কত, যাচাই না হওয়া পর্যন্ত স্থগিত ডিল, জানালেন ইলন মাস্ক

নিজস্ব সংবাদদাতাঃ ভুয়ো অ্যাকাউন্ট কত আছে? তা যাচাই করে নথি না পাওয়া পর্যন্ত টুইটার কেনার চুক্তি স্থগিত রাখা হচ্ছে। এমনটাই জানালেন ইলন মাস্ক। যিনি গত মাস থেকেই মাইক্রোব্লগিং সাইট নিয়ে একাধিক পরিকল্পনাও ঘোষণা করতে থাকেন। এমনকী ইলন টুইটারের অন্তর্বর্তীকালীন সিইও হতে পারেন বলেও জল্পনা ছড়ায়। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন রিটুইট করে শুক্রবার টেসলার কর্ণধার নিজেই টুইটারে বলেছেন, ‘স্প্যাম বা ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা সত্যিই টুইটারের মোট ব্যবহারকারীর পাঁচ শতাংশের কম, তা গণনার স্বপক্ষে নথি না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে টুইটার কেনার চুক্তি স্থগিত রাখা হচ্ছে।’