মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব ফিরহাদ

author-image
Harmeet
New Update
মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব ফিরহাদ

নিজস্ব সংবাদদাতাঃ  মেট্রোরেলের কাজের জন্য বউবাজারে একের পর এক বাড়িতে যে ভাবে ফাটল ধরেছে তার স্থায়ী সমাধান খুঁজতে চাইছে কলকাতা পুরসভা। শুক্রবারই কলকাতা পুরসভা কেএমআরসিএল- এর সঙ্গে বৈঠকে বসবে। এই বৈঠকে উপস্থিত থাকবেন মেয়র ফিরহাদ হাকিম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিনিধিরাও। বৈঠকের পর মেট্রো রেল কর্তৃপক্ষ একটি প্রাথমিক রিপোর্ট দেবে। তার আগে এ বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শুধু প্রাথমিক রিপোর্ট দিয়ে এই সমস্যার সমাধান হবে না। ভবিষ্যতে আর কোনও বড়সড় দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য স্থায়ী ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, "একটা স্থায়ী সমাধান চাইছি। এই একটা তাপ্পি মেরে দিলাম আবার দু বছর, ৫ বছর বাদে কিছু হল, এটার জন্য মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে।" ‌এর আগেও বউবাজার বিপর্যয় নিয়ে মেট্রো কর্তৃপক্ষকে অনেক পরামর্শ দেওয়া হয়েছিল। সেসব পরামর্শ মানা হয়নি বলে দাবি ফিরহাদের।