পুতিনের ওপর চাপ বজায় রাখতে ইউক্রেনের আরও অস্ত্র প্রয়োজন: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

author-image
Harmeet
New Update
পুতিনের ওপর চাপ বজায় রাখতে ইউক্রেনের আরও অস্ত্র প্রয়োজন: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বজায় রাখতে ইউক্রেনের কাছে আরও অস্ত্র পাঠানো দরকার বলে শুক্রবার জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।  জার্মানির ওয়েইসেনহাউসে গ্রুপ অব সেভেন (জি-৭) পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকে যোগ দেওয়ার আগে ট্রাস বলেন, "এই মুহূর্তে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করে ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বজায় রাখব এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে দেওয়া হবে।"  যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য এই সংকটের সময় জি-৭ ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'