নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের মৃত্যুর পর থেকে ক্ষোভ উগরে দিচ্ছেন উপত্যকায় বসবাসকারী কাশ্মীরি পণ্ডিতদের একাধিক পরিবার। রাহুল ভাট সম্পর্কে কেউ না কেউ তো জঙ্গিদের তথ্য সরবারহ করেছে, না হলে এই ঘটনা কীভাবে ঘটে বলে প্রশ্ন তোলেন রাহুল ভাটের স্ত্রী। নিহত কাশ্মীরি পণ্ডিতের স্ত্রীর অভিযোগের পর এবার সন্দেহজনক ৩ জনকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হল। সূত্রে খবর, জঙ্গিদের সঙ্গে গোপণ আঁতাতের অভিযোগে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক আলতাফ হুসেন পণ্ডিত, মহম্মদ মকবুল হজম নামে এক শিক্ষক এবং কাশ্মীর পুলিশের এক কনস্টেবলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।