তীর্থযাত্রীদের ঢল নেমেছে কেদারনাথে, নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন আইটিবিপি

author-image
Harmeet
New Update
তীর্থযাত্রীদের ঢল নেমেছে কেদারনাথে, নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন আইটিবিপি

নিজস্ব সংবাদদাতাঃ তীর্থযাত্রীদের ঢল নেমেছে কেদারনাথ ধামে। তাই নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের জন্য কেদারনাথ মন্দির প্রাঙ্গণে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে আইটিবিপি-র দলগুলো জেলা প্রশাসনের অনুরোধে নিরাপত্তা দিচ্ছে। তীর্থযাত্রীদের চলাচলের উপর কড়া নজরদারি বজায় রাখছে। এছাড়াও সোনপ্রয়াগ, উখিমঠ ও কেদারনাথের মতো স্থানগুলো ভক্তদের ভিড়ে গমগম করছে। সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসন আইটিবিপি-কে নিরাপত্তার দিতে অনুরোধ করে। আইটিবিপি-র জনসংযোগ আধিকারিক বিবেক পান্ডে বলেছেন, জেলা প্রশাসনের অনুরোধে কেদার উপত্যকায় এবং মন্দির চত্বরে তারা নিরাপত্তা কর্মীদের মোতায়েন করেছে। নিরাপত্তা ছাড়াও ভিড় নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে ওঠে, যখন তীর্থযাত্রীদের ঢল নামে। অক্সিজেন সিলিন্ডার সহ মেডিকেল টিম ও দুর্যোগ ব্যবস্থাপনা দল মোতায়েন করেছে আইটিবিপি।