কাশ্মীরি পণ্ডিত হত্যার ঘটনায় চড়ছে পারদ, জঙ্গিদের শাস্তির দাবিতে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
কাশ্মীরি পণ্ডিত হত্যার ঘটনায় চড়ছে পারদ, জঙ্গিদের শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল বিকেলে বুদগামে সরকারি তেহসিল অফিসে ঢুকে রাজস্ব বিভাগের কর্মচারী রাহুল ভাটকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। রাহুল কাশ্মীরি পণ্ডিত। এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে সরব হয়েছেন রাহুলের বাবা-সহ অন্য কাশ্মীরি পণ্ডিতরা। রাহুলের সহকর্মী ও অন্য সরকারি কর্মচারীরাও আজ সকাল থেকে পথে নেমেছেন বিচারের দাবিতে। বুদগামে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। এদিন একজন বিক্ষোভকারী বলেন, "এলজি প্রশাসনের উচিত আমাদের নিরাপত্তা দেওয়া, অন্যথায় আমরা আমাদের নিজ নিজ পদ থেকে ইস্তফা দেব।"  এদিকে রাহুল ভাটের মৃত্যুর পর মুখ খোলেন তাঁর স্ত্রী। রাহুলের স্ত্রী বলেন, "কারও সঙ্গে তাঁর স্বামীর মনোমালিন্য ছিল না। রাহুল শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। রাহুলের বিষয়ে কেউ না কেউ নিশ্চয়ই জঙ্গিদের তথ্য সরবারহ করেছেন। না হলে, রাহুল অফিসে থাকাকালীন কীভাবে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হল বলে প্রশ্ন তোলেন মৃতের স্ত্রী।"