নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে বাড়ছে কলেরার প্রভাব। ইতিমধ্যেই পাকিস্তানের বেলুচিস্তানের ডেরা বুগতির পিরকোহ তেহসিলে কলেরার প্রভাবে ১ জন শিশু সহ ৪ জন মারা গিয়েছেন। পাকিস্তানে তীব্র বৃদ্ধি পাওয়া জল সংকটের ফলেই কলেরার প্রভাব বাড়ছে বলে মনে করছেন পাকিস্তানবাসী।
ডেরা বুগতির জেলা স্বাস্থ্য আধিকারিক আজম বুগতি জানিয়েছেন, চলতি বছর ১৭ এপ্রিল বেলুচিস্তানে কলেরার প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া যায়। তারপর থেকে এখনও পর্যন্ত ১৫০০ জনেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।