গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ হাজার ৮৪১ জন, মৃত ৯

author-image
Harmeet
New Update
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ হাজার ৮৪১ জন, মৃত ৯

নিজস্ব সংবাদদাতাঃ দেশে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা এবার দূর হচ্ছে। মাঝখানে দিল্লি-সহ দেশের কয়েকটি রাজ্যে যেভাবে সংক্রমণ বাড়তে শুরু করেছিল, তা আবার নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে মাত্র ৯ জনের। কমছে অ্যাকটিভ কেস। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪১ জন। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১৮ হাজার ৬০৪ জন। যা গতকালের থেকে সামান্য কম। দেশে অ্যাকটিভ কেসের হার কমে হয়েছে ০.০৪ শতাংশ। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ১৯০ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৭৩ হাজার ৪৬০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ২৯৫ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।