নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার স্থানীয় পর্যায়ে নতুন প্রতিনিধি নির্বাচনের জন্য নেপালে ভোট গ্রহণ শুরু হয়েছে। নেপালের হাজার হাজার যোগ্য ভোটার শুক্রবার সকালে বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে সারিবদ্ধ হয়ে নিজেদের পছন্দ মত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য একত্রিত হয়েছেন। নেপালের স্থানীয় পর্যায়ের বিভিন্ন কেন্দ্রে মোট ৩৫,২২১ জন প্রার্থী দাঁড়িয়েছেন। মোট ভোটার রয়েছেন ১৭,৭৩৩,৭২৩ জন। সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৫ টায়।