নিজস্ব সংবাদদাতাঃ বুধবার রাতেই ঘূর্ণিঝড় থেকে সুগভীর নিম্নচাপে পরিণত হয়েছিল অশনি। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার সকালে অন্ধ্র উপকূলের স্থলভাগের উপরে আরও শক্তি প্রশমনের পরে সে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে তার প্রভাবও কমেছে। আলিপুর হাওয়া অফিসের খবর, অশনির প্রভাব কেটে যাওয়ায় আজ, শুক্রবার থেকেই গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রা ফের বাড়তে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা।