ঝাড়গ্রামে স্টেট ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের দু'লক্ষ টাকা চুরি; তদন্তে পুলিশ

author-image
Harmeet
New Update
ঝাড়গ্রামে স্টেট ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের দু'লক্ষ টাকা চুরি; তদন্তে পুলিশ

নিউজ ডেস্ক,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে ভারতীয় স্টেট ব্যাংকের মূল কার্যালয়টি রয়েছে। সেই কার্যালয়ে বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের প্রবীণ নাগরিক সুভাষ দত্ত তাঁর স্ত্রীও নাতিকে নিয়ে টাকা তুলতে গিয়েছিলেন। ব্যাংক থেকে দুই লক্ষ টাকা তোলার পর সুভাষ দত্ত কে টাকা সহ ব্যাংক এর ভিতরে বসিয়ে রেখে তার স্ত্রী ও নাতি একটু কাজে বেরিয়ে যায়। সেই সময় সুভাষ দত্তের ব্যাগে থাকা দু লক্ষ টাকা চুরি হয়ে যায় বলে অভিযোগ। যার ফলে ব্যাংকের ভিতরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ব্যাংকের চিফ ম্যানেজার অনুপ কুমার। তিনি বলেন বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে।সুভাষ দত্ত নামে ব্যাংকের গ্রাহক ব্যাংক থেকে দু'লক্ষ টাকা তুলে ব্যাংকের ভেতরে বসে ছিলেন। উনার স্ত্রী এবং নাতি একটু কাজে বাইরে বেরিয়ে ছিলেন। সেই সময় এক বৃদ্ধ উনার সাথে কথা বলে। সেই বৃদ্ধ উনার ব্যাগে থাকা দু'লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় বলে সিসিটিভি ফুটেজে দেখা যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি ঝাড়গ্রাম থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঝাড়গ্রাম থানার পুলিশ। ব্যাংকের ভিতরে এসে সিসিটিভির ফুটেজ নিয়ে ঝাড়্গ্রাম থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ঘটনার পর সুভাষ দত্ত একেবারে হতাশ হয়ে পড়েন। ব্যাংকের ভেতরে যেভাবে গ্রাহকের টাকা চুরির ঘটনা ঘটল তা নিয়ে ব্যাংকের মধ্যে গ্রাহকরা নিরাপত্তার অভাব বোধ করছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় স্টেট ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঝাড়্গ্রাম থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে ব্যাংকের ম্যানেজার অনুপ কুমার জানান।