রাহুল পাসওয়ান, আসানসোলঃ আসানসোল আদালত চত্বরে বটগাছে আটকে পড়া বাজপাখিকে উদ্ধার করলো বিদ্যুৎ দফতরের এক কর্মী।বৃহস্পতিবার বিকেলের ঘটনা।এই প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা বলেন এদিন আসানসোল আদালত চত্বরে বটগাছের চায়না মানজা করা ঘুড়ির উড়ানোর সুতোয় আটকে পড়েছিলো।বেশ কয়েক ঘন্টা ধরে আটকে ছিলো ওই বাজ পাখিটি।এরপর এই বিষয়টি দেখে আদালতের আইনজীবীরা আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও দমকলকে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, দমকল ও বিদ্যুৎ দফতরের কর্মীরা পৌঁছায়।বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী কালিদাস সোরেন জীবনের ঝুঁকি নিয়ে বটগাছে চেপে ওই বাজ পাখিকে উদ্ধার করে।কালিদাস সোরেনের এই কাজে প্রশংসা করেছেন পুলিশ, আইনজীবী ও দমকলের কর্মীরা।আপাতত উদ্ধার হওয়া বাজ পাখিটি জীবিত অবস্থায় রয়েছে।উদ্ধার হওয়া বাজ পাখিটি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।