কর্মসংস্থান হল হাজার দুই আইটিআই উত্তীর্ণ পড়ুয়ার

author-image
Harmeet
New Update
কর্মসংস্থান হল হাজার দুই আইটিআই উত্তীর্ণ পড়ুয়ার

দিগবিজয় মাহালী, পুরুলিয়াঃ শিক্ষানবিশ মেলায় কর্মসংস্থান হল হাজার দুই আইটিআই উত্তীর্ণ পড়ুয়ার । শুক্রবার রঘুনাথপুরে পুরুলিয়া সরকারি শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে হয়েছে এই শিক্ষানবীশ মেলা। এদিন এখানে এসেছিল টাটা, জয় বালাজি সহজ চল্লিশটা বেসরকারি সংস্থা। এদিন তাদের মার্কশিট খতিয়ে দেখে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা, তাদের সংস্থায় শিক্ষানবিস হিসেবে পড়ুয়াদের নিয়োগ করেছে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সমান বেলথরিয়া রঘুনাথপুরের এসডিপিও অজয় গণপতি প্রমুখ।