সফল ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের এক্সটেন্ডেড রেঞ্জ সংস্করণের প্রথম উৎক্ষেপণ

author-image
Harmeet
New Update
সফল ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের এক্সটেন্ডেড রেঞ্জ সংস্করণের প্রথম উৎক্ষেপণ



নিজস্ব সংবাদদাতা : ভারত Su-30 MKI যুদ্ধবিমান থেকে ব্রহ্মোস এয়ার লঞ্চড মিসাইলের এক্সটেন্ডেড রেঞ্জ সংস্করণ সফলভাবে নিক্ষেপ করেছে।বিমান থেকে উৎক্ষেপণটি পরিকল্পনা মতো ছিল এবং ক্ষেপণাস্ত্রটি বঙ্গোপসাগর অঞ্চলে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত করেছিল বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। ইন্ডিয়ান এয়ার ফোর্স খুব দীর্ঘ পরিসরে স্থল/সমুদ্র লক্ষ্যবস্তুর বিরুদ্ধে Su-30MKI বিমান থেকে নির্ভুল হামলা চালানোর ক্ষমতা অর্জন করেছে। আইএএফ, ভারতীয় নৌবাহিনী, ডিআরডিও, বিএপিএল এবং হ্যাল-এর নিবেদিত ও সমন্বিত প্রচেষ্টা এই কৃতিত্ব অর্জনে জাতির সক্ষমতা প্রমাণ করেছে।