নিজস্ব সংবাদদাতা : রাজ্যসভার ৫৭ টি আসনের জন্য দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন।আগামী ১০ জুন উচ্চকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে। আসনগুলি হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ু সহ ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিস্তৃত। জুন থেকে আগস্টের মধ্যে ১৫টি রাজ্যের ৫৭ জন সদস্য অবসর নিচ্ছেন বলে নির্বাচন প্রয়োজন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র নেত্রী নির্মলা সীতারামন এবং কংগ্রেস নেতা পি চিদাম্বরমের শূন্য কর্ণাটক এবং মহারাষ্ট্রের আসনগুলিতেও নির্বাচন হবে। কমিশন সূত্রে খবর, নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে ২৪ মে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তরিখ ৩১ মে। মনোয়ন যাচাই ও বাছাইয়ের দিন ১ জুন। নমিনেশন প্রত্যাহারের দিন ৩ জুন। নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ জুন।