নিজস্ব প্রতিনিধি -১৩ ই মে বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে অনীক দত্ত পরিচালিত ছবি 'অপরাজিত'।ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিতু কামাল।জানা গেছে ছবিটি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ও টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এ আমন্ত্রিত,সেখানে ছবিটি প্রদর্শিত হবে। সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে এই ছবি।ইতিমধ্যেই কিংবদন্তি পরিচালকের জন্মদিনে অর্থাৎ ২রা মে ছবিটি মুম্বইয়ে প্রদর্শিত হয়েছে।