নিজস্ব সংবাদদাতা : আগামী ১৬ মে নেপালে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুদ্ধ পূর্ণিমায় নেপাল সফরের কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গে। বিদেশমন্ত্রক সূত্রে খবর, সোমবার লুম্বিনিতে যাবেন মোদি। নেপালের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে হতে চলেছে এই সফর। লুম্বিনিতে থাকাকালীন, প্রধানমন্ত্রী পবিত্র মায়াদেবী মন্দির পরিদর্শন করবেন এবং সেখানে প্রার্থনা করবেন। এছাড়াও, লুম্বিনি ডেভেলপমেন্ট ট্রাস্ট আয়োজিত বুদ্ধ জয়ন্তী অনুষ্ঠানেও ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি, দিল্লির অন্তর্গত ইন্টারন্যাশনাল বৌদ্ধ কনফেডারেশন (আইবিসি) এর অন্তর্গত একটি প্লটে বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য একটি কেন্দ্র নির্মাণের জন্য 'শিলান্যাস' (ভিত্তি স্থাপন) অনুষ্ঠানে অংশ নেবেন মোদি।