মাঙ্কিপক্স কী এবং কীভাবে এটি ছড়ায়?

author-image
Harmeet
New Update
মাঙ্কিপক্স কী এবং কীভাবে এটি ছড়ায়?

নিজস্ব প্রতিনিধি -মাঙ্কিপক্স এক ভাইরাল জুনোটিক সংক্রমণ,এটি স্মল পক্সেরই এক ধরন।ইউকে প্রথম মানুষের শরীরে এই ভাইরাস সংক্রমণের কেস রিপোর্ট করেছে। যার পরেই তা খবরের শীর্ষে উঠে আসে।আফ্রিকাতে ভাইরাসের মানব সংক্রমণ বেশি দেখা যায় এবং মানুষ যখন সংক্রামিত প্রাণীর সরাসরি সংস্পর্শে আসে তখন এটি ছড়িয়ে পড়ে।বেশিরভাগ ক্ষেত্রে রোগটি গুরুতর নয় এবং লক্ষণগুলি সাধারণত ১৪ থেকে ২১ দিন স্থায়ী হয়।বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসে আক্রান্তদের শরীরে প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথা যন্ত্রণা, পিঠ ও গায়ে ব্যথার মতো লক্ষণ। দেহের বিভিন্ন লসিকা গ্রন্থি ফুলে ওঠে। সঙ্গে ছোট ছোট ক্ষতচিহ্ন দেখা দিতে থাকে মুখে। ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে সেই ক্ষত।