নিজস্ব সংবাদদাতাঃ কয়লা পাচারকাণ্ডে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রুজিরা মামলায় এদিন দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। এদিন সুপ্রিম কোর্টের অভিষেকের আইনজীবী কপিল সিব্বল বলেন যে, অভিষেক-রুজিরা তদন্তে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত। কলকাতার বাড়িতে এসে অভিষেক-রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হোক।' এদিকে সুপ্রিম কোর্ট ইডির কাছে জানতে চায় যে, অভিষেক ও তাঁর স্ত্রীকে কলকাতায় কেন জিজ্ঞাবাদ করছে না ইডি? যে মামলায় জিজ্ঞাসাবাদ তাতে অভিষেক-রুজিরা সন্দেহভাজন অভিযুক্ত না সাক্ষী সেটা কেন জানার চেষ্টা করছে না ইডি?'