নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার অশান্ত হয়ে উঠল মরু রাজ্য রাজস্থান। গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল রাজস্থান। জানা গিয়েছে, বুধবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে একটি ছোটখাটো সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় সতবীর নামে এক ব্যক্তি আহত হন। তাঁকে ইতিমধ্যে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আরও দু'জন সামান্য জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন নোহারের অতিরিক্ত এসপি সুরেশ জাঙ্গির। রাজস্থানের হনুমানগড়ের নোহারে ভিএইচপি নেতার উপর হামলার পর ক্ষোভ আরও বেড়েছে। এখানে ১২ নম্বর ওয়ার্ড আদর্শ কলোনির বাবা রামদেব মন্দিরের সামনে বসে থাকা একটি বিশেষ সম্প্রদায়ের যুবকদের সরিয়ে দেওয়ার জন্য দু'পক্ষকে মারধর করা হয়। লাঠিচার্জে গুরুতর জখম হন ভিএইচপি-র ব্লক সভাপতি সতবীর সাহারান।