এবার থেকে রাতের কলকাতায় ট্রাফিক সার্জেন্টদের হাতে থাকবে আগ্নেয়াস্ত্র

author-image
Harmeet
New Update
এবার থেকে রাতের কলকাতায় ট্রাফিক সার্জেন্টদের হাতে থাকবে আগ্নেয়াস্ত্র

নিজস্ব সংবাদদাতাঃ এবার রাতের কলকাতায় ট্রাফিক সার্জেন্টদের কাছে রাখতে হবে সার্ভিস পিস্তল বা রিভলভার। নির্দেশ দিলেন পুলিশ কমিশনার। বুধবার এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে সব  ট্রাফিক গার্ডকে।  ট্রাফিক গার্ডের নাইট অফিসার যাঁরা নাইট ডিউটি করেন তাঁদের অবিলম্বে সার্ভিস রিভলভার বা পিস্তল সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন সিপি। পরবর্তী ধাপে প্রত্যেক সার্জেন্টকেই এই অস্ত্র সংগ্রহ করতে বলা হয়েছে। এই নির্দেশের মাধ্যমে বহু পুরোনো প্রথা ফিরিয়ে আনা হল। ১৫ বছর আগে বিভিন্ন কারণে  ট্রাফিক সার্জেন্টদের সার্ভিস রিভলভার বা পিস্তল নিয়ে ডিউটি করা বন্ধ করা হয়। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের তরফে শহর জুড়ে যে সব জায়গায় নাকা চেকিং হয় সেখানের বেশিরভাগ ক্ষেত্রেই দায়িত্বে থাকেন  ট্রাফিক সার্জেন্টরা। নাকা চলার সময় অনেক ক্ষেত্রে বেআইনি অস্ত্র পাচার আটকেছেন সার্জেন্টরা। গাড়ি চেকিংয়ের সময় নিজেদের কোনওরকম সুরক্ষা ছাড়াই নাকা চেকিং করেন তাঁরা। কোনও দুষ্কৃতীকে আটকাতে হলে পাল্টা পুলিশের ওপর তাঁরা চড়াও হলে এতদিন নাইট অফিসারদের আত্মরক্ষার কোনও বন্দোবস্ত ছিল না।