সুইডেন ও ফিনল্যান্ডের পাশে ব্রিটেন

author-image
Harmeet
New Update
সুইডেন ও ফিনল্যান্ডের পাশে ব্রিটেন

নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপ জুড়ে নেটোর বাড়বৃদ্ধি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রাশিয়া। বিজয় দিবসের অনুষ্ঠানেও সে কথা উল্লেখ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে নেটোর প্রভাব বৃদ্ধি ও তাদেরও রাশিয়া-বিরোধী সামরিক জোটে ঝোঁকার ইচ্ছা যে যুদ্ধের অন্যতম বড় কারণ, তাও বলেছেন তিনি। কিন্তু এরপরেও মস্কোর যাবতীয় হুমকি উড়িয়ে নেটোয় যোগ দেওয়ার দিকেই এগোচ্ছে ইউরোপের দুই দেশ, সুইডেন ও ফিনল্যান্ড। এই পরিস্থিতিতে ব্রিটেন ঘোষণা করল, এই দুই দেশকে যে কোনও পরিস্থিতিতে সামরিক সাহায্য করতে তারা প্রস্তুত। সেই মর্মে সুইডেনের সঙ্গে একটি নিরাপত্তা-চুক্তি সইও করে ফেলে ব্রিটেন। তাতে বলা হয়েছে, বিপদে-আপদে দুই দেশ একে অপরকে সাহায্য করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, নেটো নিয়ে সুইডেন যাই সিদ্ধান্ত নিক না কেন, তাঁরা পাশে থাকবেন। সুইডেনকে সাহায্য ঘোষণার পরে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে বরিস। আশা করা হচ্ছে, একই সাহায্য প্রদান করা হবে তাদেরও।