নালা বন্ধ করে ব্যবসা করলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মেদিনীপুর পৌরসভার

author-image
Harmeet
New Update
নালা বন্ধ করে ব্যবসা করলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মেদিনীপুর পৌরসভার


নিউজ ডেস্কঃ মেদিনীপুর: অল্প বৃষ্টিতেই মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় নালা উপচে জল ছুটছে রাস্তায়। নিকাশি নালা সংস্কার নিয়ে প্রশ্ন উঠছে পৌরসভার বিরুদ্ধে। এরপরই ময়দানে নামল মেদিনীপুর পৌরসভা। বুধবার শহরের বিভিন্ন এলাকায় নালা সংস্কারের কাজ শুরু হয়। পৌরসভার চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে কাজের তদারকি করেন। দেখা গিয়েছে শহরের বিভিন্ন দোকানদার নালা বন্ধ করে তার উপর দোকান করেছেন। এবার তাদের বিশেষ হুঁশিয়ারি দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। জানানো হয়েছে, নালা বন্ধ করে ব্যবসা কোনমতেই চলবে না। নালা সংস্কারের জন্য প্রয়োজনে ভাঙা হতে পারে। পৌরসভার পক্ষ থেকে ফুটপাতের প্রতিটি দোকানদারকে জানানো হয়েছে নিজেদের দোকানের আশেপাশে নালা পরিষ্কার রাখতে হবে। পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, একটু বৃষ্টিতেই নালার জল উপচে উঠছে রাস্তায়। দেখা গিয়েছে, বিভিন্ন দোকানদার নালা বন্ধ করে ব্যবসা চালাচ্ছেন। যে কারণেই নালার জল ছুটছে রাস্তায়। তিনি বলেন, ব্যবসা করুক, কিন্তু নালা বন্ধ করে নয়। নালা সংস্কারের জন্য প্রয়োজনে ভাঙা হতে পারে।