'শ্রমিক স্বার্থকে উপেক্ষা করে ইউনিট খোলা যাবে না', অভিজিৎ ঘটক

author-image
Harmeet
New Update
'শ্রমিক স্বার্থকে উপেক্ষা করে ইউনিট খোলা যাবে না', অভিজিৎ ঘটক

হরি ঘোষ, দুর্গাপুরঃ  শ্রমিক স্বার্থকে উপেক্ষা করে ইউনিট খোলা যাবে না, বুধবার দুর্গাপুরের ইন্দো আমেরিকা সংলগ্ন একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষের কাছে এই দাবি জানিয়ে গেট মিটিং করলেন জেলা আই. এন.টি. টি. ইউ. সি সভাপতি অভিজিৎ ঘটক। এদিন অভিজিৎ ঘটকের সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের দুই মেয়র পরিষদ দীপঙ্কর লাহা ও প্রভাত চট্টোপাধ্যায় এবং অন্যান্য নেতৃবৃন্দ। মিটিংয়ে স্থির হয় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সবরকম সহযোগীতা করা হবে তার আগে শ্রমিকদের পাওনা বেতন মেটাতে হবে কর্তৃপক্ষকে। নচেৎ শ্রমিকরা আন্দোলন শুরু করবে বলে জানান জেলা আই. এন. টি. টি. ইউ. সি সভাপতি অভিজিৎ ঘটক। দীর্ঘদিন ধরে দুর্গাপুরের বেসরকারি এই কারখানার এক নম্বর ইউনিট বন্ধ হয়ে রয়েছে, বকেয়া রয়ে গেছে শ্রমিকদের প্রাপ্য পাওনা গন্ডা। এদিন কারখানা কর্তৃপক্ষের সাথে দেখা করেন শ্রমিক ইউনিয়ন নেতৃত্ব, সাথে ছিলেন শ্রমিক প্রতিনিধিরা। কারখানা খুললে তাদের সংসার ভালোভাবে চলবে বলে জানান শ্রমিকরাও।