আমাদের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবেঃ মেহবুবা মুফতি

author-image
Harmeet
New Update
আমাদের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবেঃ মেহবুবা মুফতি

নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রদ্রোহিতা আইন নিয়ে এবার মুখ খুললেন পিডিপি নেত্রী । তিনি বলেন, 'আমাদের দেশ যদি ছাত্র, কর্মী, সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনতে থাকে তাহলে আমাদের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে। আশা করি বিজেপি শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নেবে এবং সাম্প্রদায়িক উত্তেজনা, সংখ্যাগরিষ্ঠতাবাদ বন্ধ করবে।' এদিন দেশের শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে কেন্দ্র পুনর্বিবেচনা না করা অবধি রাষ্ট্রদ্রোহ আইনে কোনও মামলা হবে না। এদিন কেন্দ্র সরকারকে ধাক্কা দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ১২৪ এ ধারায় কোনও রাষ্ট্রদ্রোহ আইন আনা যাবে না। মামলা রুজু থাকলেও কাউকে গ্রেফতার করা যাবে না। বন্দিরা জামিনের আবেদন করতে পারবেন।