নিজস্ব সংবাদদাতাঃ আপাতত স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন। বুধবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। এদিন দেশের শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে কেন্দ্র পুনর্বিবেচনা না করা অবধি রাষ্ট্রদ্রোহ আইনে কোনও মামলা হবে না। এদিন কেন্দ্র সরকারকে ধাক্কা দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ১২৪ এ ধারায় কোনও রাষ্ট্রদ্রোহ আইন আনা যাবে না। মামলা রুজু থাকলেও কাউকে গ্রেফতার করা যাবে না। বন্দিরা জামিনের আবেদন করতে পারবেন।