নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে যোগ দিয়ে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হন বাবুল সুপ্রিয়। এবং তিনি জিতেন। কিন্তু, বিধায়ক পদে গায়ক-রাজনীতিক বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়। রাজ্যপাল জগদীপ ধনখড় বাবুলকে শপথ পাঠ করানোর দায়িত্ব দেন ডেপুটি স্পিকারকে। প্রথমে নিমরাজি হলেও ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় আজ বাবুলকে শপথবাক্য পাঠ করাবেন। এই নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে খড়গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুর স্টেশন এলাকায় চা-চক্র করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ বলেন, "ফালতু জটিলতায় পড়েন কেন ওঁরা। শেষ পর্যন্ত ডেপুটি স্পিকারই বাবুলকে শপথবাক্য পাঠ করাবেন। তাহলে কেন এত নাটক করতে গেল শাসকদল।”